কষ্টে নতুবা সুখে দিন গুলো কেটে যাবে।
ফেলে আসা মুহূর্ত শুধু পিড়া দিবে।
চিন্তাশীল মস্তিষ্ক এভাবে নিঃশব্দে
কাটিয়ে দিবে-
সারা বিকাল,
স্নিগ্ধ সকাল,
নতুবা,
জোনাকিপোকার ক্ষুদ্র আলোর দিকে তাকিয়ে জোৎস্নাভরা চাদের রাত।